ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এপ্রিল থেকে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এপ্রিল থেকে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মধ্যে চুক্তি সই হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে রোববার (২০ মার্চ) সচিবালয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান এএমএম আজহার এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ চুক্তিতে সই করেন।



এই চুক্তির ফলে, আগামী মাস থেকে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।