ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ২৪ মার্চ থেকে স্বাধীনতা বই মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জাবিতে ২৪ মার্চ থেকে স্বাধীনতা বই মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা সংসদের  উদ্যোগে ৭ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে বাংলা বিভাগে সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম তালুকদার এ তথ্য জানান।



তিনি জানান, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব, শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সেমিনার ও সপ্তাহব্যাপী স্বাধীনতা বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আগামী ২৪ মার্চ থেকে এ উৎসব শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বইমেলা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় মোট ৩৯টি প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক আবু দায়েন, অধ্যাপক মো. খালেদ হোসাইন, অধ্যাপক অনিরুদ্ধ কাহালি, বাংলা সংসদের জিএস তাজুল ইসলাম ত্বহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।