ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবি’র ১৭তম সমাবর্তন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আইইউবি’র ১৭তম সমাবর্তন বৃহস্পতিবার

ঢাকা: ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবি’র ১৭তম সমাবর্তন বৃহস্পতিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে রাষ্ট্রপতির পক্ষে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আসন গ্রহণ ও পরে জাতীয় সংগীতের পর বেলা ১১টা ৪০ মিনিটে নবীন গ্রেজুয়েটদের উদ্দেশে বক্তব্য রাখবেন আইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী এবং শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি উন্নয়ন বিষয়ক ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।

পরে সূচনা বক্তব্য দেবেন আইইউবি’র স্কুল অব লাইফ সায়েন্সের ডিন ড. রীতা ইউসূফ। তারপর কথা বলবেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের দেওয়া হবে সনদ। সাড়ে ১২টায় বক্তব্য দেবেন ইউজিসি চেয়ারম্যান, এরপর কথা বলবেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান। তারপর বক্তব্য উপস্থাপন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।