ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জাবি সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল।

মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ৯ (১) ধারা বলে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।



দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, এই বিভাগের প্রধান সমস্যা হলো শিক্ষক সংকট ও সেশনজট। আমি অতিদ্রুত এ দু’টি সমস্যার সমাধানের চেষ্টা করবো।

এ সময় তিনি বিভাগীয় সব শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় কামনা করেন।

অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০০৮ সালে অনার্স এবং ২০০৯ সালে মাস্টার্স পাস করেন। ২০১১ সালের ১৭ ডিসেম্বর জাবিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।