ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বগুড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে সদর উপজেলার নওদাপাড়ার আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।



বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

এছাড়া সভায় বক্তব্য রাখেন নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম দুলু, বাংলাদেশ স্কাউটস নাটোর ও বগুড়া জোনের সহকারী পরিচালক সৈকত হোসনে, ইন্সট্রাক্টর সামসুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেন, গোলাম কবির, আব্দুর রাজ্জাক, শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শেখেরকোলা ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, হাসান জাহিদ হেলাল, আজমল হুদা মিঠু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।