ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে তনু হত্যার প্রতিবাদে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
যবিপ্রবিতে তনু হত্যার প্রতিবাদে সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে যবিপ্রবি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

 

যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান গেটে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

সমাবেশে বক্তব্য রাখেন, অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইকবল কবীর জাহিদ, কেমিকৌশল  বিভাগের প্রভাষক সুমাইয়া ইসলাম সুমি, রাফিউল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সবার আগে আমাদের প্রয়োজন নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অতীতে বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।