ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি’তে ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জবি’তে ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব ও ব্র্যাক’র যৌথ উদ্যোগে ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) জবি’র কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ভালো চাকরি পেতে হলে শুধু পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করলে চলবে না, এক্সট্রা কারিকুলামের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজের মেধা ও যোগ্যতাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন, ব্রাক’র জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হামিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলে রাব্বি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. আল-আমিন। অনুষ্ঠানে জবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।