ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জবিতে শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবু হোরায়রা নামে এক শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছে জবি শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তাৎক্ষণিক বিচারে বসেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর এক পর্যায়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে ওই শিবির কর্মীকে হস্তান্তর করা হয়।

আটককৃত শিবিরকর্মী আবু হোরায়রা অর্থনীতি বিভগের মার্স্টাসের প্রথম সেমিস্টারের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইকো ভার্সেটাইল স্টুডেন্ট সোসাইটি’র (ইভিএসএস) সভাপতি।

তার বিরুদ্ধে অভিযোগ হলো, ছদ্মাবেশে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন। মৌলবাদী চেতনার ছত্রছায়ায় ফতোয়ার অজুহাতে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানানোর নামে তারা টালবাহানা। ফেসবুক টাইমলাইনে শিবির সভাপতি আব্দুল জব্বারের বিভিন্ন পোস্ট শেয়ার করা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবুল হাসান বাংলানিউজকে জানান, অভিযুক্ত শিবির কর্মীকে তাৎক্ষণিকভাবে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, শিবিরের কোনো এজেন্ড জবি ক্যাম্পাসে রাখা হবে না। শিবিরকে নির্মূল করা হবে। একজনকে পুলিশে দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।