ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগে ভাষা-বাচন সমস্যা শনাক্তে প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ঢাবি ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগে ভাষা-বাচন সমস্যা শনাক্তে প্রোগ্রাম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও অটিজম সচেতনতা দিবস আগামী ২ এপ্রিল (শনিবার)। এ উপলক্ষে বিভাগটির পক্ষ থেকে শিশু ও বয়স্কদের ভাষা ও বাচন সমস্যা শনাক্তকরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ঢাবি সিরাজুল ইসলাম লেকচার হলে (লেকচার থিয়েটার বিল্ডিং) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অটিস্টিক, সিপি, এডিএইচডি, ডাউন সিনড্রোমসহ অন্যান্য ভাষা বৈকল্যে আক্রান্ত শিশু ও বয়স্ক স্ট্রোকের রোগীদের বিনামূল্যে ভাষা ও বাচন সমস্যা শনাক্ত করা হবে।

শনাক্তকরণ কার্যক্রমে ডাক্তার, মনোবিজ্ঞানী, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, ডেন্টিস্টদের সমন্বয়ে গড়া বিশেষজ্ঞ বোর্ড অংশ নেবেন। এর পাশাপাশি রোগীদের ফ্রি দন্ত্য, মেডিকেল ও ফিজিওথেরাপি চেকআপ করা হবে।

এজন্য রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: যোগাযোগ বৈকল্য বিভাগ, কক্ষ- ২০৮৮, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।   মোবাইল ফোন নম্বর- ০১৯১৮১০৮৫৬৬, ০১৭৯৭৩৪১৪৫৭, ০১৭১৬৬৩৭৯৯২, ০১৭১২৭৪৯৫৪৫, ০১৯৩৭১২৯৭৭২, ০১৭১৫০৪০৮০২, ০১৬৭৫৭৬৫০৪২।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।