ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা স্বাধীন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বঙ্গবন্ধুর কারণেই আজ আমরা স্বাধীন

ঢাকা: এদেশে বঙ্গবন্ধু না আসলে আজও আমরা পরাধীন থাকতাম, তার জন্যই আমরা বাঙালি হিসেবে স্বাধীন হতে পেরেছি বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর বারডেম অডিটরিয়ামে ডা. মীর নজরুল ইসলামের সভাপতিত্বে বারডেম বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘স্বাধীনতা দিবসের’ আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রফেসর হারুন বলেন, বঙ্গবন্ধু না হলে আজও আমরা পরাধীন থাকতাম। হাজার বছর ধরে আমরা বিভিন্ন বিজাতীয়/বিদেশী শাসন-শোষণের অধীন ছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে ইতিহাসে সর্বপ্রথম স্বাধীন জাতি হিসেবে আমাদের অভ্যুদয় ঘটে, লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. একে আজাদ খান, ডা. সারোয়ার আলী, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও ডা. এ.এ আজিজ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।