ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতি বৈঠক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
ইবিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতি বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও পুনর্মিলনী করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী নভেম্বর মাসে পুনর্মিলনী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বিভাগীয় সূত্র মতে, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের কনফারেন্স কক্ষে বৈঠকের সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. আলিনুর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. রুহুল আমীন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক শরফরাজ নওয়াজ, সহকারী অধ্যাপক কে এম শরফুদ্দিন, সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান সহবিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এসময় তারা আগামী নভেম্বর মাসে বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে চলতি মাসে ঢাকাস্থ সব শিক্ষার্থীদের নিয়েএকটি বৈঠক করা হবে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

এছাড়া দ্রুতই একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে সবাইকে সংগঠিত করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।