ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি

দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৪৩৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৪৩৮

দিনাজপুর: এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লাখ ৪ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। রোববার (৩ মার্চ) সকাল ১০টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষা শুরুর আগে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবার এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের মোট ৮টি জেলার ১ লাখ ৪ হাজার ৪৩৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৫৫ হাজার ১৫৯ জন ছাত্র ও ৪৯ হাজার ২৭৪ জন ছাত্রী।

এছাড়া বিভাগের ৬১২টি কলেজের ১৮৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সংখ্যা ২৫ হাজার ৩৮৩। এদের মধ্যে ১৫ হাজার ৫২০ জন ছাত্র ও ৯ হাজার ৮৬৩ জন ছাত্রী।

মানবিক বিভাগে ৬২ হাজার ৩৭০ জনের মধ্যে ২৮ হাজার ৬৬ জন ছাত্র ও ৩৪ হাজার ৩০৪ ছাত্রী।

ব্যবসায় শিক্ষা বিভাগের ১৬ হাজার ৬৮৫ জনের মধ্যে ১১ হাজার ৫৭৫ জন ছাত্র ও ৫ হাজার ১১০ জন ছাত্রী রয়েছে।

নিয়মিত ৮৪ হাজার ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন ছাত্র ও ৪০ হাজার ৬৭৮ জন ছাত্রী।

জিপিএ উন্নয়নের জন্য ৮৯৬ জন অংশ নিচ্ছে।

অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ১৫৭ জনের মধ্যে ১০ হাজার ৭৯৩ জন ছাত্র ও ৮ হাজার ৩৬৪ জন ছাত্রী। ৬১ জন প্রাইভেটে পরীক্ষা দিচ্ছে।

এবার এইচএসসি পরীক্ষায় রংপুর জেলার ১৯ হাজার ৩৫৫ জন ৩৩টি কেন্দ্রে, গাইবান্ধার ১৩ হাজার ২১৬ জন ২৯টি কেন্দ্রে, নীলফামারী ১২ হাজার ৪১২ জন ২১টি কেন্দ্রে, কুড়িগ্রামের ১২ হাজার ২৫৭ জন ২২টি কেন্দ্রে, লালমনিরহাটের ৭ হাজার ৭৭০ জন ১০টি কেন্দ্রে, দিনাজপুরের ২০ হাজার ৮৭৯ জন ৩৯টি কেন্দ্রে, ঠাকুরগাঁওয়ের ১০ হাজার ৯৫২ জন ১৮টি কেন্দ্রে ও পঞ্চগড়ের ৭ হাজার ৫৯৭ জন ১২টি কেন্দ্রে অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।