ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি উপাচার্যের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
জবি উপাচার্যের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ভারতের আসাম বিশ্ববিদ্যালয় (শিলচর)-এর প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

রোববার (০৩ মার্চ) জবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ কালে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভার্চুয়াল ক্লাস রুমে শিক্ষা গ্রহণ, মতবিনিময়সহ গবেষণা কার্যক্রম পরিচালনা, ফেলোশিপ, প্রি-ডক্টরেট অ্যাওয়ার্ড প্রদান, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম ইত্যাদি কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

এসময় আসাম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহেরু অব ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. অপূর্ব মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএআর/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।