ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুদে শিক্ষার্থীদের ১০ মিনিট নৈতিকতা শিক্ষার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
খুদে শিক্ষার্থীদের ১০ মিনিট নৈতিকতা শিক্ষার নির্দেশ

ঢাকা: শিশুকাল থেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নৈতিকতা বিষয়ে শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

 

বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা ক্লাস শুরুর আগে প্রথম ১০ মিনিট নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আলাপ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।


 
রোববার (০৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রে বলা হয়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে দৈনিক সমাবেশে (অ্যাসেম্বলি) জাতীয় সংগীত পরিবেশন ও দেশপ্রেমমূলক শপথ বাক্য পাঠ করার নির্দেশনা থাকা সত্ত্বেও তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। এতে দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন ব্যহত হচ্ছে।
 
পরিপত্রে বলা হয়, অভিভাবক ডে’তে নৈতিকতার বিষয়ে আলোচনা এবং প্রতি শিফটের ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন ও শপথ বাক্য পাঠ করা বাধ্যতামূলক।
     
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নৈতিকতা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।