ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে ইংরেজি পরীক্ষায় ৭০৪ জন অনুপস্থিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
বরিশাল বোর্ডে ইংরেজি পরীক্ষায় ৭০৪ জন অনুপস্থিত

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৭০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এছাড়াও ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল জেলায় ২৭৮ জন, ঝালকাঠি জেলায় ৬২, পিরোজপুর জেলায় ৯১, পটুয়াখালিতে ১০৯, বরগুনায় ৬৩, ভোলায় ১০১ অনুপস্থিত রয়েছে।

এছাড়াও বরিশাল বোর্ডে ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বরিশালের গৌরনদীর ২ জন, শিকারপুরের ১, বাকেরগঞ্জের ১, ভোলার লালমোহনের ৩, বোরহান উদ্দিনের ১ ও ঝালকাঠির নলছিটির ১ জন রয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডে ৩২ হাজার ৬৭৯ জন ছাত্র ও ২৯ হাজার ৮০২ জন ছাত্রীসহ এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৪৮১ জন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এটিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।