ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
পবিপ্রবিতে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।

 

শুক্রবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর মো. আলী আজগর ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. হামিদুর রহমান, প্রফেসর বদিউজ্জামান, সহযোগী অধ্যাপক মো. জামাল হোসেন, ড. এএসএম তাওহিদুল ইসলামসহ কম্পিউটার সায়েন্স অনুষদের অন্যান্য শিক্ষকরা।

মোবাইল অপারেটর রবির উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পটুয়াখালী অঞ্চলের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।