ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: সুমন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেতন-ভাতা জাতীয় স্কেলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি।  

রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কাজী মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরণ, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম প্রমুখ।

রুহুল আমিন চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক সারাদাশে ৬ হাজার ৮৪৮টি ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাগুলোতে ৩৪ হজার ২৪০ জন শিক্ষকতা করেন। এর মধ্যে ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক কোনো বেতন-ভাতা পান না। আর যারা পান তাদের মাসিক বেতন ছিলো ৫শ’ টাকা তাদের ২০১৩ সালে বাড়িয়ে ১ হাজার টাকায় উন্নীত করা হয়। এর মধ্যে ১ হাজার টাকা বেতন পায় ৫ হাজার ২৯টি মাদ্রাসায়।

তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকরা চরম মানবেতর জীবন যাপন করছেন। চলতি মাসের মধ্যে শিক্ষকদের বেতন জাতীয়করণ না করা হলে আগামী ৩ মে শিক্ষক সমাবেশ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬/ আপডেট: ১৩২৮ ঘণ্টা
এমএম/এফবি/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।