ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে বিএএম অনুষদের যুগপূর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
পবিপ্রবিতে বিএএম অনুষদের যুগপূর্তি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএএম অনুষদের ১২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকালে বিএএম অনুষদ ভবনের সামনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ, সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভূঁইয়া, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. হামিদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. এ কে এম আবদুল আহাদ বিশ্বাস প্রমুখ।

এরআগে বিএএম অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, যুগপূর্তি উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।