ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবিতেও ইলিশ ছাড়া পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
খুবিতেও ইলিশ ছাড়া পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ইলিশ ছাড়া পহেলা বৈশাখ উদযাপন করা হবে। জাটকা ও মা ইলিশ রক্ষার জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল)  বিকেলে পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে।
 
এর আগে খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪২৩ বাংলা নববর্ষের পহেলা বৈশাখের পান্তা উৎসবে ইলিশ থাকছে না।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।