ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নববর্ষে ধানমন্ডি সড়ক রাঙালো ইউল্যাব শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
নববর্ষে ধানমন্ডি সড়ক রাঙালো ইউল্যাব শিক্ষার্থীরা

ঢাকা: পহেলা বৈশাখ- নববর্ষকে একটু নতুনভাবে বরণ করে নিলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবের শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বার্জার পেইন্টস বাংলাদেশের সৌজন্যে আয়োজন করা হয় ‘রবিয়াল্যাক তোমার রঙে রাঙাও ক্যাম্পাস প্রতিযোগিতা -২০১৬’।

এরই অংশ হিসেবে রাত থেকে (বুধবার দিনগত রাত) শিক্ষার্থীরা ধানমন্ডির ৪/এ’র পুরো সড়ক আলপনায় রাঙিয়ে তুলে।

এ প্রতিযোগিতায় রাজধানীর প্রায় ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। তারা ক্যাম্পাসের আশপাশের এলাকা আলপনা দিয়ে রাঙিয়েছে।

ইউল্যাব আলপনাটির দৈর্ঘ্য প্রায় ৪০০ বর্গফুট। পুরো নকশার কাজ বাস্তবায়নে ছিলেন চিত্রশিল্পী-কার্টুনিস্ট মোরশেদ মিশু এবং তার সঙ্গে সহযোগিতায় ছিলেন ইউল্যাবের প্রায় ৩০০ শিক্ষার্থী, যাদের অনেকে আর্ট ক্লাবের সদস্য।

সেরা কাজের জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩৫ হাজার এবং তৃতীয় ২৫ হাজার। এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।