ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের নতুন কমিটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জাবিতে সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আমজাদ হাবিবকে সভাপতি ও মাহবুব শাওনকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, সহ সভাপতি (বিতর্ক) মাঈনুদ্দীন আল হোসেন, সহ সভাপতি (অ্যাডমিন) মুজাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) নাইমুল হাসান কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক (অ্যাডমিন) আবু সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক রোকেয়া আলম মমিতা, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রোগ্রাম সম্পাদক জান্নাত আফনান নুহাশ, কোষাধ্যক্ষ ইউসুফ হোসেন রাহুল, অফিস সম্পাদক সাইফা বিনতে ইসলাম রিতু, মুদ্রণ ও মিডিয়া সম্পাদক তানজিলা আজাদ মৌ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন মেহেদী হাসান, সুমন এবং আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।