ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল

ময়মনসিংহ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কলা ভবনের সামনে থেকে এ মৌন মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে নজরুল বটমূলে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমান, ফজলুল কাদের চৌধুরী, সৈয়দ মামুন রেজা, তপন কুমার সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।