ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘অনলাইন মিডিয়া প্রসারিত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
‘অনলাইন মিডিয়া প্রসারিত’

ঢাকা: বর্তমান সময়ে অনলাইন মিডিয়া প্রসারিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মানুষ নানা বিষয়ে মতামত তুলে ধরছেন।


 
মঙ্গলবার (২৬ এপ্রিল) আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদফতরে ‘ইন্ডাস্ট্রি-ইনস্টিটিটিউট লিংকেজ’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
 
অনুষ্ঠানে অধিদফতরের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন নাহিদ।
 
শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন, বর্তমানে অনলাইন মিডিয়া কতো প্রসারিত হয়েছে? পাশাপাশি মানুষ ফেসবুকও ব্যবহার করছেন।
 
একদিন আগে একটি অনুষ্ঠানে এক জরিপের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষা বাজেটে বরাদ্দ বেশি দেওয়া উচিত কি-না- এমন প্রশ্ন ফেসবুকে দেওয়া হয়। মাত্র দুই দিনে পৌনে দুই লাখ মন্তব্য এসেছে, যার অধিকাংশই বাজেট বাড়ানোর পক্ষে ছিল।
 
এভাবে অনলাইনে বিভিন্ন মতামত আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
 
কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইমরান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মো. মোখলেছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
দু’দিনব্যাপী কর্মশালায় পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।