ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো এক্সিম ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো এক্সিম ব্যাংক

বগুড়া: করপোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে এক্সিম ব্যাংক।

বগুড়ার একটি অভিজাত হোটেলে শনিবার (৩০ এপ্রিল) বৃত্তি প্রদান  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, মুক্তার হোসেন, শাহ মো. আব্দুল বারী প্রমুখ।

২০০৬ সাল থেকে ব্যাংকটি ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কলেজ ও স্কুল পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।