ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্যের সঙ্গে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ৫, ২০১৬
জাবি উপাচার্যের সঙ্গে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যানড পপুলেশন হেলথ এর পরিচালক অধ্যাপক কোরডিয়া মিং ইয়ুক চু সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫ মে ) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়- বুধবার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে উপাচার্যের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।  

সাক্ষাৎকালে অধ্যাপক কোরডিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণায় আগ্রহ ব্যক্ত করেন।  

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কোরডিয়াকে তাঁর আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।  

এ সময় উপাচার্য ও কোরডিয়া দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ব্যাপারে একমত পোষণ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক রুহুল ফোরকান সিদ্দিক, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রভাষক শবনম নাহার, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ইলিনা শাক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।