ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সময় বাড়লো শিক্ষক নিয়োগ নিবন্ধনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ৫, ২০১৬
সময় বাড়লো শিক্ষক নিয়োগ নিবন্ধনের

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধনের সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (০৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ্ জানান, আগামী ১৪ মে পর্যন্ত নিবন্ধন করা যাবে।

এর আগে এই সময়সীমা ছিলো ৭ মে পর্যন্ত।

দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তার নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহের নিবন্ধন কার্যক্রম তদারক করার নির্দেশ দিয়েছে এনটিআরসিএ।

শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন করতে এনটিআরসিএ’র পক্ষ থেকে প্রধান শিক্ষকদের এসএমএস পাঠানো হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ’কে প্রার্র্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।