ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাউশির ৩ বছর আগে নেওয়া নিয়োগ পরীক্ষা বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মে ৬, ২০১৬
মাউশির ৩ বছর আগে নেওয়া নিয়োগ পরীক্ষা বাতিল

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এবং অধিদফতরাধীন বিভিন্ন অফিস/শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৯৬৫টি শূন্য পদে গৃহীত তিন বছর আগের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) মাউশি’র পরিচালক (কলেজ ও প্রশাসন) ড. এসএম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০১৩ সালের ১৪ জুলাই তৃতীয় এবং ২১ জুলাই চতুর্থ শ্রেণির লিখিত (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হয়।

‘উক্ত লিখিত পরীক্ষা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বাতিল করা হলো এবং পূর্বের আবেদনকারীদের প্রার্থিতা বজায় রেখে অবিলম্বে পুনরায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। ’

পরীক্ষার সময়সূচি প্রার্থীদের জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি এবং টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে জানানো হবে।

তিন বছর আগের ওই নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছিলো বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।