ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা শনিবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ৬, ২০১৬
জাবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও কর্পোরেট কালচার সম্পর্কে ধারণা দিতে শুরু হচ্ছে ক্যারিয়ার কর্মশালা-২০১৬।

শুক্রবার (৬ মে) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘ফোরাম অব অন্ট্রাপ্রনারশিপ অ্যান্ড বিজনেস (এফইবি) ক্লাবের কর্পোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ আল-আমিন গাজী।

লিখিত বক্তব্যে তিনি জানান, উদ্যোগ ও ব্যবসা ফোরামের (এফইবি) ব্যানারে আগামীকাল (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখবেন- তরুণ প্রজন্মের উদ্যোক্তা সুলাইমান সোখন, সালমান মুক্তাদির, আয়মান সাদিক, মুনতাসির রশিদ খান, আসরাফুল ইসলাম ভূঁইয়া, রাকিবুর রহমান, ইসতিয়াক হোসাইন তমাল ও এস. এম. ইব্রাহিমউল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন নিলাঞ্জন কুমার সাহা।

এ কর্মশালায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি আবু সায়েম রিমন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

ক্লাবটি ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ক্যারিয়ার মুখী কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ০৬, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।