ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’র কৃষি ব্যবসা ও বিপণন অনুষদে নতুন ডিন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
শেকৃবি’র কৃষি ব্যবসা ও বিপণন অনুষদে নতুন ডিন

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  (শেকৃবি) কৃষি ব্যবসা ও বিপণন (এবিএম) অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন  অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের শিক্ষক।

 

রোববার (০৮ মে)  সপ্তম ডিন হিসেবে অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রোকেয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন।

চলতি বছরের এপ্রিল মাসে এ অনুষদে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তিন সপ্তাহ ক্লাস-পরীক্ষা হয়নি।

সমস্যা সমাধানে নতুন নিয়োগপ্রাপ্ত ডিন বলেন, অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের এ ক্ষতি কাটিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।