ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিষ্ঠার ৫২ বছর পর রুয়েটে চালু হচ্ছে গৃহনির্মাণ ঋণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ৯, ২০১৬
প্রতিষ্ঠার ৫২ বছর পর রুয়েটে চালু হচ্ছে গৃহনির্মাণ ঋণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: প্রতিষ্ঠার প্রায় ৫২ বছর পর গৃহ নির্মাণের জন্য কর্পোরেট ও দীর্ঘমেয়াদী ঋণ পেতে যাচ্ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এই ঋণ প্রদানের জন্য রুয়েটে ইতিমধ্যে গঠিত হয়েছে কর্পোরেট লোন প্রদান কমিটি।

বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা সোমবার (০৯ মে) বিকেলে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রুয়েট ও রূপালী ব্যাংক রুয়েট শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কর্পোরেট লোন তহবিলে ইতিমধ্যে ৬০ কোটি টাকা বরাদ্দের চুক্তিও সম্পাদন হয়ে গেছে।

আগামী সপ্তাহ থেকে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্পোরেট লোন পাওয়া শুরু করবে। এর ফলে রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হতে যাচ্ছে।

রুয়েটে এই কর্পোরেট লোন প্রদানের জন্য  অ্যাপলাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মাজেদুর রহমানকে সভাপতি ও অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট) এস. এম ফয়সাল আরেফীনকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে কর্পোরেট লোন প্রদান কমিটি।

ওই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রুয়েটে স্থায়ী চাকরির মেয়াদ ৫ বছর হয়েছে এমন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গৃহনির্মাণ বাবদ ঋণ নিতে পারবেন। চাকরির মেয়াদ ভেদে ষষ্ঠ থেকে প্রথম গ্রেডের শিক্ষক ও কর্মকর্তারা সর্বোচ্চ ৪০ লাখ টাকা, সপ্তম থেকে দশম গ্রেডের শিক্ষক ও কর্মকর্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা, ১১তম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ১৫ লাখ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন।

১১% হারে সুদে এই ঋণ গ্রহীতরা ১৫ বছরে বা ১৮০ কিস্তিতে পরিশোধ করার সুবিধা পাবেন।

এদিকে, রুয়েটে কর্মরত অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ইতিমধ্যে এই কর্পোরেট লোন নেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনপত্র যাচাই বাছাইয়ের কাজও সম্পন্ন হয়েছে।

আগামী সপ্তাহ থেকে লোন প্রদান করা শুরু হবে বলে জানিয়েছেন কর্পোরেট লোন প্রদান কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাজেদুর রহমান।

এ লক্ষ্যে গত (২৭ এপ্রিল) রুয়েট কর্তৃপক্ষ এবং রূপালী ব্যাংক রুয়েট শাখার মধ্যে এই কর্পোরেট লোন প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন এবং রূপালী ব্যাংক রুয়েট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা চুক্তিতে স্বাক্ষর করেন।

রূপালী ব্যাংক রুয়েট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা জানিয়েছেন, রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহনির্মাণ বাবদ দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের জন্য এই তহবিলে প্রাথমিকভাবে ৬০ কোটি টাকা রবাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই তহবিলে রূপালী ব্যাংকের পক্ষ থেকে আরও ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসএস/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।