ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

ঢাকা: এবারের মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় পাসের দিক দিয়ে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (১১ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর সব বোর্ডের তুলনামূলক চিত্রে এ পরিসংখ্যান বেরিয়ে আসে।


 
ঢাকা বোর্ড
বোর্ড ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এবার ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ১ লাখ ১৭ হাজার ৯৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১৩ হাজার ৬৯৬ জন। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৯৬.৩৬ শতাংশ।

একই বোর্ডে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেয় ১ লাখ ৩৫ হাজার ৮২১ জন, পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬৭৬ জন, পাসের হার ৮১.৪৯ শতাংশ।

বোর্ডে বাণিজ্য বিভাগ থেকে এবার ১ লাখ ৫৬ হাজার ৯৯৭ জন, পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৮৭৬ জন, পাসের হার ৮৯.০৯ শতাংশ। তিন বিভাগ থেকে মোট পরীক্ষা দেয় ৪ লাখ ১০ হাজার ৮১০ জন।

রাজশাহী বোর্ড
রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৬১ হাজার ১৭৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ হাজার ৪১৪ জন, পাসের হার ৯৮.৭৫ শতাংশ।

এ বোর্ডে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেয় ৭৩ হাজার ৪৮৬ জন, পাস করেছে ৬৮ হাজার ২৯১ জন, পাসের হার ৯২.৯৩ শতাংশ।

বোর্ডের বাণিজ্য বিভাগ থেকে ১৭ হাজার ৩৯২ জন পরীক্ষা দিয়ে পাস করে ১৬ হাজার ৮১৩ জন, পাসের হার ৯৬.৬৭ শতাংশ।

কুমিল্লা বোর্ড
কুমিল্লা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৪১ হাজার ১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৮ হাজার ৮৬৫ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৭৯ শতাংশ।

মানবিক বিভাগ থেকে ৪২ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৩০ হাজার ৪৪২ জন, পাসের হার ৭২.৪১ শতাংশ।

বাণিজ্য বিভাগের ৭৭ হাজার ৪৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৫ হাজার ৫২৬ জন। পাসের হার ৮৪.৫৮ শতাংশ।

যশোর বোর্ড
যশোর শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে ৩২ হাজার ২০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১ হাজার ৩৭৫ জন। পাসের হার ৯৭.৯৯ শতাংশ।

মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ২৬৮ জন, পাস করেছে ৬৬ হাজার ৮৫৪ জন। পাসের হার ৮৭.৬৬ শতাংশ।
একই বোর্ডের বাণিজ্য বিভাগে ৩৯ হাজার ৭৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭ হাজার ৭৬৫ জন। পাসের হার ৯৪.৯৪ শতাংশ।

চট্টগ্রাম বোর্ড
এ বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ৬৪৯ জন পরীক্ষা দিয়ে পাস ২৩ হাজার ৬৪৩ জন। পাসের ৯৫.৯২ ভাগ।

মানবিক বিভাগ থেকে ৩০ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ হাজার ৭০০ জন। পাসের হার ৮৩.৮২ শতাংশ।

বাণিজ্য বিভাগের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৫২ হাজার ৯১৮ জন। পাসের হার ৯১.৬২ শতাংশ।
 
বরিশাল বোর্ড
এবার বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৯ হাজার ৯০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৬৫৬ জন। পাসের হার ৮৮.৬৯ শতাংশ।

মানবিক বিভাগে ৩৩ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর পাস করেছে ২৪ হাজার ৬৪২ জন। পাসের হার ৭৩.৩৩ শতাংশ।

বাণিজ্য বিভাগের ২৮ হাজার ২১৪ জনের মধ্যে পাস ২২ হাজার ৬০৪ জন। পাসের হার ৮০.১২ শতাংশ।

সিলেট বোর্ড
এ বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৪৯৮ জন পরীক্ষা দিয়ে পাস ১৬ হাজার ৪১০ জন। পাসের হার ৯৩.৭৮ শতাংশ।
মানবিক বিভাগের ৫৭ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থীর পাস ৪৬ হাজার ৬২২ জন। পাসের ৮০.৯৮ শতাংশ।

বাণিজ্য বিভাগের ৯ হাজার ৩৭৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮ হাজার ৫৫৪ জন। পাসের হার ৯১.২২ শতাংশ।

দিনাজপুর বোর্ড
এ বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৬৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৫৯ হাজার ৮৮৭ জন। পাসের ৯৪.৭২ শতাংশ।

মানবিক বিভাগের ৭৯ হাজার ২১৪ জনের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ৪৮১ জন। পাসের ৮৫.১৯ শতাংশ।

বাণিজ্য বিভাগের ৭ হাজার ১৫০ জন পরীক্ষার্থীর পাস করেছে ৬ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯৩.০৫ শতাংশ।
 
এবার ৮টি শিক্ষা বোর্ড থেকে ১৩ লাখ ২৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে, এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন। সব বোর্ডে গড় পাসের হার ৮৮.৭০ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএম/জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।