ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশালে পরীক্ষার্থী বাড়ে, কমে জিপিএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ১১, ২০১৬
বরিশালে পরীক্ষার্থী বাড়ে, কমে জিপিএ

ঢাকা: বরিশাল শিক্ষা বোর্ডে গত তিন বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।
 
বুধবার (১১ মে) এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)-২০১৬ সালের মোট ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হয়।


 
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বরিশালে এবার ৩ হাজার ১১৩ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৩ হাজার ১৭১ জন। এর আগের বছর (২০১৪) জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৭৬২ জন শিক্ষার্থী।
 
অন্যদিকে, এ বোর্ডের অধীনে ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭০ হাজার ৪৩৩ জন, ২০১৫ সালে ছিল ৭০ হাজার ৮১৭ জন ও ২০১৬ সালে আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮২ হাজার ২৯২ জন পরীক্ষার্থী।
 
তবে প্রতিবারই ছেলেদের চেয়ে মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে। এ বোর্ডে এবার ১ হাজার ৬০৯ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেদের এ সংখ্যা ১ হাজার ৫০৪।
 
গত বছর ১ হাজার ৬২৫ জন মেয়ে ও ১ হাজার ৫৪৬ জন ছেলে জিপিএ-৫ পেয়েছিল। এর আগের বছর (২০১৪) এ বোর্ডে ২ হাজার ৪২৪ মেয়ে ও ২ হাজার ৩৩৮ জন ছেলে জিপিএ-৫ পায়।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১১, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।