ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজার জেলায় এসএসসি পাসের হার ৮২.৩৮ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ১১, ২০১৬
মৌলভীবাজার জেলায় এসএসসি পাসের হার ৮২.৩৮ শতাংশ

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৩৮ শতাংশ।

সিলেট উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ময়নুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বুধবার (১১ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

এবারের এএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলায় ১৯ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ছেলে ৮ হাজার ৮৬ জন ও মেয়ে ১১ হাজার ২৭২ জন।

শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৯৪৮ জন পাস করেছে। এর মধ্যে ছেলে ৬ হাজার ৭৯৩ জন ও মেয়ে ৯ হাজার ১৫৫ জন পাস করেছে।

জিপিএ-৫ পেয়েছে ৪১৯ জন। তাদের মধ্যে ছেলে ১৮৮ জন ও মেয়ে ২৩১ জন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১১, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।