ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

আন্দোলনে সংহতি জানাতে রাজশাহী যাচ্ছেন ৪ মন্ত্রী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৬
আন্দোলনে সংহতি জানাতে রাজশাহী যাচ্ছেন ৪ মন্ত্রী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে ক্যাম্পাসে আসছেন চার মন্ত্রী।

আগামী ১৪ মে রাবিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পরদিন ১৫ মে আসছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম বলেন, আগামী ১৪ মে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।

এছাড়া ১৫ মে দুপুর ১২টায় সিনেট ভবনে আয়োজিত সংহতি ও মনবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (১১ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন অধ্যাপক শাহ আজম। মানববন্ধনে যোগ দেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, আমরা বিচারের দাবিতে প্রতিদিন এখানে দাঁড়াচ্ছি। যেন মানুষ গড়ার কারিগরদের ওপর এভাবে আর হামলা না হয়। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রশাসন বলে, কাজ চলছে বা তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। তবে কি কাজ চলছে তা আমারা বুঝতে পারছি না। অন্যান্য হত্যাকাণ্ডের মতো এ মামলাটিও অন্ধকারে তলিয়ে যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। কোন যুক্তিতেই এ হত্যাকাণ্ডগুলো গ্রহণযোগ্য নয়, এমনকি যারা হত্যাকাণ্ডগুলো করছে তারাও এটাকে অন্যায্য বলবে।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী বলেন, শুধু এ হত্যাকাণ্ডের বিচার নয়, এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে সব হত্যাকাণ্ড চিরদিনের জন্য বন্ধ করতে হবে। আমরা চাই সরকার এদিকে দৃষ্টি দিয়ে এ হত্যাকাণ্ডগুলোর বিচার করুক।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইসমাইল হোসেন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইদা আখতার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।