ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
রাবি শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মো. রহমতুল্লাহ নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১৩ মে) রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এ ঘটনায় শনিবার (১৪ মে) রাত ১১টায় নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুল আলম। ওই শিক্ষার্থীর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর মাগুরা গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলরে ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, নিখোঁজ হওয়া ছাত্রের বিভাগের একজন শিক্ষক রাতে জিডি করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।