ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির ৫ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
জাবির ৫ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় আজীবন বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে প্রশাসন।

সোমবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।

জানা যায়, ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও প্রহারের অভিযোগে গত বছরের ২৩ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ও নুরুল কবির, হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ এবং ছাত্রলীগ কর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।

বহিষ্কারের পর গত বছর শেষের দিকে হাইকোর্টে রিট করেন ছাত্রলীগের এই পাঁচ নেতাকর্মী। রিটের শুনানি শেষে গত ২০ মার্চ আদালত এই বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেন।

হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে গত ছয় এপ্রিল এই পাঁচজন শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য ফারজানা ইসলামের কাছে আবেদন করেন। আবেদন গৃহীত হওয়ার পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আদিবাসী এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ ওঠে ছাত্রলীগের এই পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে। ১৬ এপ্রিল ছাত্রলীগ থেকে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।