ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুর ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।

বুধবার  (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা অর্থ আত্মসা‍ৎ এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারণ করে আসছেন।

তবে অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কি কারণে শিক্ষার্থীরা ভাঙচুর করেছে তা তিনি জানেন না।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।