ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবি’র মেধাবীদের বৃত্তি দিলো বেগম শিতাবজান ট্রাস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বাকৃবি’র মেধাবীদের বৃত্তি দিলো বেগম শিতাবজান ট্রাস্ট

ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান, স্বর্ণপদক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. মো. ওয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. নজরুল ইসলাস, অধ্যাপক ড. মো. জহির উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।