ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘নোট বইয়ে শিশুদের হাড়ভাঙা অবস্থা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
‘নোট বইয়ে শিশুদের হাড়ভাঙা অবস্থা’ ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: বোর্ড নির্ধারিত বই নয়, বেসরকারি বিদ্যালয়ের রেফারেন্স বই, নোট বইয়ের ভারে শিশু শিক্ষার্থীদের হাড়ভাঙা অবস্থা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক পর্যায়ে বোর্ড নির্ধারিত বই এজন্য দায়ী নয় বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৮ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘বাংলাদেশের শিক্ষা বাজেট: গতি প্রবণতা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এ সেমিনারের আয়োজন করে।

নাহিদ বলেন, গণমাধ্যমে প্রায়ই খবর আসে, ব্যাগের ভারে প্রাথমিক শিক্ষার্থীদের হাড় ভেঙে যাওয়ার অবস্থা। তবে এর জন্য সরকারের নির্ধারিত বই নয়, দায়ী শিক্ষা প্রতিষ্ঠানের নোট বই ও রেফারেন্স বই। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পরিমাপ করে দেখা গেছে, সরকার নির্ধারিত বইয়ের ওজন এক কেজির বেশি নয় বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এক শ্রেণীর লোক রয়েছেন, যারা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন। কিন্তু তাদের ছেলে-মেয়েরা পড়াশোনা করে বিদেশে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা খাতে বেশি সময় ব্যয় করার অনুরোধ জানান তিনি। একইসঙ্গে গবেষণা খাতে ব্যয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

শিক্ষামন্ত্রী বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসারের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে ১ শতাংশের কম শিক্ষার্থী কারিগরি শিক্ষালাভ করেন। এটি অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে হবে বলেও তিনি মত দেন।

বাকবিশিস ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি অধ্যাপক আ ব ম ফারুকের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ড. আজিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। আলোচক ছিলেন বাংলদেশ পরিবেশ আন্দোলনের সহ সভাপতি ড. মুয়াজ্জাম হুসেইন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. গৌর গোবিন্দ গোস্বামী, অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান ও বাকবিশিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

বাংলদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।