ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবি শিক্ষকদের কর্মসূচি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাবি শিক্ষকদের কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

বুধবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার, ১৯ মে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন এবং উপাচার্যের মাধমে শিক্ষা মন্ত্রাণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন,  শিক্ষককে যদি এভাবে লাঞ্ছিত করা হয়, তাহলে জাতির মেরুদণ্ডই অচিরেই ভেঙে পড়বে। এভাবে সভ্য সমাজ তৈরি হতে পারে না।

তাই দ্রুত এই হীনকাজের সঙ্গে যারা জড়িত তাদের বিচারেরেআনতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

গত ১৪ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে লাঞ্ছিত করা হয়।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।