ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষকদের ৫ম দিনের ধমর্ঘট চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষকদের ৫ম দিনের ধমর্ঘট চলছে ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো ধমর্ঘট পালন করছেন এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা ‍অনির্দিষ্টকালের এ ধর্মঘটে শিক্ষকরা বলেন, আইসিটি শিক্ষকরা প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান করান।

অথচ তারা এখনও এমপিওভুক্ত নন। আমাদের দাবি মেনে না নিলে ধমর্ঘট চলতে থাকবে।

বাংলাদেশ এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের সভাপতি আশিকুজ্জামান বলেন, সরকার আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ ধমর্ঘট চলবে।

কমর্সূচি পালন করতে এসে ছয় শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। বতর্মানে তারা বিভিন্ন মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।