ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’তে জুনোটিক রোগ গবেষণা কেন্দ্রের উদ্বোধন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মে ২২, ২০১৬
শেকৃবি’তে জুনোটিক রোগ গবেষণা কেন্দ্রের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দেশের প্রথম জুনোটিক (জুনোটিক ব্যাক্টেরিয়া ঘটিত রোগ) রোগ গবেষণা ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।

উদ্বোধনের পর কৃষি অনুষদের সম্মেলন কক্ষে জুনোটিক রোগ গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রধান ড. কে বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় এ রোগ সম্পর্কে শিক্ষার্থী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতেই রিলিফ ইন্টারন্যাশনালের কার্যক্রম তুলে ধরেন রিলিফ ইন্টারন্যাশনাল-ইউকে বাংলাদেশের ডেপুটি চিফ রাজু আহমেদ।

এরপর অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটিরিনারি মেডিসিন অনুষদের পাঁচ শিক্ষার্থী পাঁচটি জুনোটিক রোগের ওপর আলোচনা করেন।

তারা হলেন- লিটা বিশ্বাস, সুজন কুমার সরকার, নুসরাত জাহান নিপু, মো. জহির উদ্দিন রুবেল ও মমি রায়।

শেকৃবি গবেষণা সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ’র সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ান হেলথ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া ও রিলিফ ইন্টারন্যাশনাল-ইউকে এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ