ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট স্কলার্স হোম

টিউশন ফি বৃদ্ধি প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২৫, ২০১৬
টিউশন ফি বৃদ্ধি প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোমে টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ফোরাম।

বুধবার (২৫ মে) সকাল সো্য়া ৯টায় স্কলার্স হোমের ৬টি ক্যাম্পাসে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    

অভিভাবক ফোরামের আহ্বায়ক সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওলের নেতৃত্বে মানববন্ধনে দুই সহস্রাধিক অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন।  

প্রতিষ্ঠানের পাঠানটুলা ক্যাম্পাসে মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুজাত আলী রফিক। সাংবাদিক সিদ্দিকুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন অভিভাবক মো. রয়ফুল হক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, বেলাল খান, এমএ সালিক, রিফা চৌধুরী, খসরুজ্জামান, তোফায়েল আহমদ কবির, কামাল আহমদ।

মানববন্ধনে বক্তারা স্কলার্স হোমের বর্ধিত ৬শ’ টাকা মাসিক টিউশন ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ মাসের মধ্যেই তা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, টিউশন ফি বৃদ্ধি ছাড়াও ক্যাম্পাসে আরও অনেক সমস্যা রয়েছে। স্কুল ক্যাম্পাসের সব ক’টি বাথরুমও ব্যবহারের অনুপযোগী। এরপরও সংশ্লিষ্টরা বছরের পর বছর ইচ্ছেমতো ফি বাড়িয়ে যাচ্ছেন।  

বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের ভর্তির সময় চুক্তিনামায় দুই বছর পর পর ২শ’ টাকা বেতন বাড়ানোর কথা থাকলেও এ নিয়ম উপেক্ষা করছেন স্কলার্স হোম কর্তৃপক্ষ।
বছরের মধ্যবর্তী সময়ে ৬শ’ টাকা বেতন বৃদ্ধি করায় ক্ষুব্ধ অভিভাবকরা এর আগে মতবিনিময় ও প্রতিবাদ সভা করেন।

আগামী ২/১ দিনের মধ্যে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান অভিভাবক ফোরাম নেতারা।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এনইউ/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।