ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির হল থেকে ২ শিক্ষার্থী আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
রাবির হল থেকে ২ শিক্ষার্থী আটক

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল থেকে গভীর রাতে দুই শিক্ষার্থীকে আটক করে নিয়ে গেছে রাজশাহী মহানগর পুলিশ।

রোববার (২৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

শুরুতে গোপন রাখা হলেও সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

রাবির এক শিক্ষক দুই ছাত্রকে আটকের কথা নিশ্চিত করলেও তা অস্বীকার করেছে পুলিশ।

আটকরা হলেন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল গফফার ও  মাহবুব।

হল সূত্র জানায়, রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি দল হলের ২৩৬ নম্বর কক্ষ থেকে আব্দুল গফফার ও ৪৪২ নম্বর কক্ষ থেকে মাহবুবকে আটক করে নিয়ে যায়। এ সময় গফফারের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর মো. মোসলেহ্ উদ্দীন বাংলানিউজকে জানান, আগামী ১ জুন ওই দুই ছাত্রের পরীক্ষা আছে। কি কারণে তাদের আটক করা হয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে রাবির প্রক্টর প্রফেসর ড. মো. মজিবুল হক আজাদ খান বলেন, আমাকে মহানগর পুলিশ থেকে জানানো হয়েছে, দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আটকের কারণ জানাননি পুলিশ।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) অশোক চৌহান বাংলানিউজকে বলেন, আমাদের এ বিষয়ে জানা নেই।

রাজশাহী মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলনে, আটকের বিষয়ে কোন তথ্য তার জানা নেই।

এর আগে গত ১৩ মে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হয় একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমতুল্লাহ। এ সময় গোয়েন্দা পুলিশ ঘটনা অস্বীকার করলেও পরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় ওই ছাত্রকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ