ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফুলবাড়িয়ায় ৩ শিক্ষক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ১, ২০১৬
ফুলবাড়িয়ায় ৩ শিক্ষক বরখাস্ত

ময়মনসিংহ: জাল ভোট দেওয়ার অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- আছিম কুটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, মাহমুদা খাতুন ও স্থানীয় চিতলিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল হক।

বুধবার (০১ জুন) বিকেলে ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাল ভোট দেওয়া ও দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। তাদের কাছে বহিষ্কারাদেশের চিঠি হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ মে ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এমএএএম/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ