ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ফরিদপুরে মেধা বৃত্তি দিলো এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
ফরিদপুরে মেধা বৃত্তি দিলো এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন

ফরিদপুর: এসএসসি পরীক্ষায় সেরা ফলাফল অর্জনে ফরিদপুর জিলা স্কুলের দুই ছাত্রকে মেধা বৃত্তি দিয়েছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২ জুন) সকালে স্কুলের প্রধান শিক্ষকের দফতরে সামিন ইয়াসার ও সৌভিক মজুমদারের হাতে নগদ ১০ হাজার টাকা করে বৃত্তি তুলে দেওয়া হয়।

এসময় প্রধান শিক্ষক দূর্গা রানী সিকদার ও এ এফ মুজিবুর রহমান পরিবারের সদস্য লোনা টি. রহামান ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী, গত ২০০৯ সাল থেকে ফরিদপুর জিলা স্কুলের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। পাশাপাশি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেরও মেধা বৃত্তি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।