ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
নাইটিংগেল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে যাওয়ায় নাইটিংগেল মেডিকেল কলেজ চালুর দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গত ১২ জুন (রোববার) নাইটিংগেল মেডিকেল কলেজের সব প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী কর্তৃপক্ষের কাছে কলেজ বন্ধের কারণ জানতে চাইলে তারা কোনো ধরনের প্রশ্নের উত্তর দেয়নি।

আর এভাবে হঠাৎ করে বন্ধ ঘোষণা করায় ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে হুমকির মুখে পড়েছেন সহস্রাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, আমরা এমবিবিএস পরীক্ষা দিতে চাই। পড়ালেখা শেষ করে মানবসেবা করতে চাই। কিন্তু আমাদের সেই ভবিষ্যৎ এখন হুমকির মুখে। বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি করিয়েছেন। কিন্তু সেই স্বপ্ন এখন ধূলিকণায় পরিণত হতে যাচ্ছে।

অবিলম্বে কলেজের সব প্রশাসনিক কর্মকাণ্ড চালু করতে হবে। এছাড়া উচ্চ শিক্ষার পথ সুগম করতে সরকারের কাছে জোর দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে শেষ বর্ষের শিক্ষার্থী আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, তানিয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসজে/জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।