ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুন্সীগঞ্জে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সফটওয়্যার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
মুন্সীগঞ্জে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সফটওয়্যার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে একটি সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ হাইস্কুলে এ সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠান হয়।

মুন্সীগঞ্জ সদরের ইনোভেশন টিমের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারাবান তাহুরার উদ্যোগে এ সফটওয়্যার ব্যবহার শুরু হলো।

মুন্সীগঞ্জ হাইস্কু্লের পৃষ্ঠপোষকতায় এ সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক  সাইফুল হাসান বাদল।

এসময় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ হাইস্কু্লের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস।

সফটওয়্যারটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোড কপারস এর ফয়জুল করিম বলেন, এ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করা যাবে। যদি কোনো ছাত্র স্কুলে না আসে, তাহলে তার অভিভাবকের কাছে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস চলে যাবে। মুন্সীগঞ্জে এ ধরনের সফটওয়্যারের ব্যবহার এটিই প্রথম। এটি শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ