রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
রোববার (২৬ জুন) দুপুর ১২টায় হলের গেটে নির্মিত এ প্রতিকৃতি উন্মোচন করেন রাবির উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আনিসুর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক মো. আব্দুল্লাহীল বাকী।
এ সময় রাবির উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিকৃতি উন্মোচনের পর হল চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসআর