ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুয়েটে ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
কুয়েটে ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃহস্পতিবার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে শব-ই-কদর ও পবিত্র ঈদ‍ুল-ফিতরের ছুটি। যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

ছুটি শেষে ১১ জুলাই (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব দাফতরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।

সোমবার (২৮ জুন) দুপুরে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ এবং ১২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু ছিলো।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআরএম/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।